মাইলস্টোন কলেজ,উত্তরা, ঢাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এইস এস সি ২০১৭ প্রশ্নপত্র অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউটর হিসেবে ব্যবহৃত হয়-

i.size

ii.color

iii.face

নিচের কোনটি সঠিক?

২. ডি-মরগানের উপপাদ্য অনুযায়ী পাই-
৩. ১৬ লাইনের ইনপুট বিশিষ্ট এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে?

উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও। লিমার তৈরিকৃত ওয়েবপেজ একটি নতুন ছবি সংযুক্ত করলো। এর ফলে তার ওয়েবপেজটি আরো দৃষ্টিনন্দন হলো। ৪. লিমা যে ট্যাগ ব্যবহার করে ছবিযুক্ত করল সেই ট্যাগের প্রকার ভেদের সাথে নিচের কোন ট্যাগের মিল রয়েছে?

৫. লিমা যে ছবি যুক্ত করেছে তা হতে পারে-

i..jpg

ii..bmp

iii..png

নিচের কোনটি সঠিক?

৬. অপটিক্যাল ফাইবার ক্যাবল- i. উচ্চগতি সম্পন্ন ii. দামে সস্তা iii. বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

F=A+AB+AB হলে F এর সরলীকৃত মান কোনটি?

৮. সুবীর তার ছাত্রকে বয়স জিজ্ঞাসা করায় ছাত্র বলল, (১০০১০)। তার সাথে (১০১১) যোগ করলে যোগফল বাইনারীতে কত হবে?

৯. ডেটা এনক্রিপ্টশন সংশ্লিষ্ট বিষয় হলো- i. প্লেইনটেক্সট ii. সাইফার টেক্সট iii. কী ওয়ার্ড নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. Y=p2x+2/3 সমীকরণটির জন্য C প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে সত্য-

i.Y=pow(p,2)*x+2/3

ii.Y=(pow(2,p))*x+2/3

iii.Y=p*p* x+2/3

নিচের কোনটি সঠিক?

নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।

E_ID Name Mobile Salary
1001 Bir 01913616109 23000
1002 Mir 01714616189 34000
1003 Raj 01613616165 87000

উদ্দীপকে যাদের বেতন ৩৪,০০০ এর বেশি, তাদের দ্রুত খুঁজে বের করা যাবে কোন পদ্ধতিতে?

নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।

E_ID Name Mobile Salary
1001 Bir 01913616109 23000
1002 Mir 01714616189 34000
1003 Raj 01613616165 87000

উদ্দীপক টেবিলের ফিল্ড রিলেশন ভূমিকা রাখতে পারে-

i.E_ID

ii.Name

iii.Mobile No

নিচের কোনটি সঠিক?

১৩. উদ্দীপকে "A" কে কী বলা হয়?
১৪. টেবিলের শেষের ফিল্ডের ডেটা টাইপ কোন ধরণের?
১৫. উপরোক্ত টেবিলে কতটি রেকর্ড আছে?

১৬. DBMS এর কাজ হচ্ছে- i. ডেটাবেসে নতুন ডেটা যুক্ত করা ii. অপ্রয়োজনীয় ফাইল মুছে দেওয়া iii. কাক্সিক্ষত ডেটা খুঁজে বের করা নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. এক ন্যানোমিটার সমান কত মিটার?
১৮. কোন প্রযুক্তির মাধ্যমে মানুষকে অদ্বিতীয় ভাবে শনাক্ত করা যায়?

১৯. সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো- i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথাবলার ব্যবস্থা iii. ফুলডুপ্লেক্স নেটওয়ার্ক নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. ৭৬২ সংখ্যাটি হতে পারে- i. দশমিক ii. অকট্যাল iii. হেক্সা ডেসিম্যাল নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২১. ক্রায়োসার্জারিতে- i. টিউমারের তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা ii. নাইট্রোজেন ও অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা iii. অত্যাধিক শীতল তাপমাত্রা ব্যবহার করা নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও-

for(c=2;c=10;c=+2)

{printf("ICT");

If(c==6);

break;

}

উদ্দীপক অনুযায়ী ICT লেখাটি কতবার প্রিন্ট হবে?

উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও- for(c=2;c=10;c=+2) {printf("ICT"); If(c==6); break; } IF শর্তটি বাদ দিলে ICT লেখাটি কতবার প্রদর্শিত হবে?

উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:

<html>

<body>

<h1>This is my website <h1>

<p> <u>My Personal Website </u> </p>

</body>

</html>

উদ্দীপকের My personali Website লিইনটির আউটপুট কীরূপ হবে?

২৫. ৩নং লাইনে টেক্সটটির উপর ক্লিক করলে জীবন বৃত্তান্ত ফাইলটি ওপেন করার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here