চুয়াডাঙ্গা সরকারি কলেজ,চুয়াডাঙ্গা,এইস এস সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এইস এস সি ২০১৭ প্রশ্নপত্র অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. নিচের কোন ডিভাইসটি ভিন্ন প্রোটোকল বিশিষ্ট দুটি নেটওয়ার্ককে যুক্ত করতে ব্যবহৃত হয়?

২. ওয়ারলেস LANখঅঘ এর অসুবিধাগুলো হলো-

i. Slower data transmission

ii. Higher error rate

iii.Interference of transmission from differenrent computers

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৩. ৩য় প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য হলো-

i. Handset interoperability

ii. Data transmission by packet switching

iii. Easy handoff

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৪. এবিসি কোম্পানির মেইল অফিসে একটি LAN আছে, এখন

শহরে অবস্থিত ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে একটি LAN স্থাপন করেছে।

প্রত্যেকে দুটি LAN এর রিসোর্স শেয়ার করতে চাই, দুটি LAN কে

সংযোগের জন্য কোন ধরনের ডিভাইস প্রয়োজন?

লজিক চিত্রটি লক্ষ কর এবং নিচের প্রশ্নের উত্তর দাও:

৫. চিত্র-১ এর আউটপুটের সঙ্গে চিত্র ২ এর ইনপুট যোগ করলে কখন আউটপুট ০ হবে?

৬. সরলীকরণের পূর্বে নিচের বুলিয়ান এক্সপ্রেশনটি বাস্তবায়নের জন্য কতটি গেইটের প্রয়োজন হবে?

Height এবং Weight অ্যাট্রিবিউট ট্যাগ হচ্ছে-

i.table

ii.img

iii.font

নিচের কোনটি সঠিক?

৮. নিচের কোনটি পেয়ার ট্যাগ নয়?
৯. ট্যাগ ছাড়া নিচের কোনটি টেক্সটি বোল্ড করতে ব্যবহৃত হয়?
১০. হাইপারলিংকের জন্য নিচের কোন html কোডটি সঠিক?

১১. কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্যকর্ম, গবেষণা

প্রতিবেদন, সম্পাদনা কর্ম ইত্যাদি হুবহু নকল বা আংশিক পরিবর্তন

করে নিজের নামে প্রকাশ করাকে বলে-

১২. DNA Analysis এর জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

১৩. সামাজিক যোগাযোগ ওয়েবসাইট হলো-

i. Twitter

ii. Youtube

iii. Facebook

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

লজিক চিত্রটি লক্ষ কর এবং ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও: ১৪. X এর মান কোনটি?

X=1 পেতে হলে A ও B এর মান হবে-

১৬. সি প্রোগ্রামে সিদ্ধান্ত গ্রহণের কমান্ডটি হচ্ছে -

i. if

ii. for

iii. if-else

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১৭. ফিল্ডের ডেটা টাইপ কিসের উপর নির্ভর করে?
১৮. লজিক্যাল ডেটা টাইপে মেমোরিতে কত বাইট জায়গা লাগে?
১৯. HTML এ কালো রঙের কালার কোড কী?

২০. সংখ্যা পদ্ধতির বিচারে ২১ হলো -

i. অক্টার

ii. বাইনারি

iii. হেক্সাডেসিমাল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

SQL বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হয় কত সালে?
২২. ডেটাবেজ রিলেশনশিপ কত প্রকার?

উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :

মোতালেব সাহেব তার কম্পিউটারে সংরক্ষিত ডেটাবেজ টেবিলের

ডেটাকে উর্দ্ধক্রম ও নিম্নক্রমে সাজাচ্ছিলেন। এর ফলে তিনি

ডেটাকে সহজে খুঁজে বের করতে পারছিলেন।

২৩. মোতালেব সাহেবের ডেটা সাজানোর পদ্ধতিকে কি বলে?

২৪. উক্ত পদ্ধতির সুবিধা-

i. স্বয়ংক্রিয়ভাবে ফাইল আপডেট হয়

ii. কাজের গতি বৃদ্ধি পায়

iii. কম জায়গার প্রয়োজন হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২৫. রোবটের উপাদান হলো-

i. ম্যানিপুলেশন

ii. ভার্চুয়ালাইজেশন

iii. অ্যাকচুয়েটর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here