৩. ক্লায়েন্ট সার্ভার পদ্ধতির সুবিধা হলো- i. কমিউনিকেশন ব্যয় হ্রাস পায়
ii. ব্যবহারকারীর কর্মদক্ষতা বৃদ্ধি পায়
iii. সময় বেশি পাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও।
আঁখি কম্পিউটার টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকের কাছ থেকে
উচ্চস্তরের ভাষা সম্পর্কে কিছু তথ্য লাভ করে। সে উচ্চস্তরের
ভাষার সুবিধা অসুবিধা সম্পর্কে তথ্য জানতে পারে এবং উচ্চস্তরের
বিভিন্ন ভাষা সম্পর্কেও জ্ঞান লাভ করে।
৯. আঁখি উচ্চস্তরের কোন ভাষাটি সম্পর্কে জ্ঞান লাভ করে?
১০. উচ্চস্তরের ভাষার সুবিধা হলো-
i. প্রোগ্রাম লিখতে সহজ হয় এবং লিখতে কম সময় লাগে
ii. সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়
iii. ভুল হবার সম্ভাবনা কম থাকে এবং প্রোগ্রামের ত্রুটি বের করে তা সংশোধন করা সহজ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
A B S V Y=1 হলে-
i.A=0,B=0
ii.A=0,B=1
iii.A=1,B=1
নিচের কোনটি সঠিক?
১৯. (১০)১৬ এর পূর্বের মানটি কত?
২০. ডেটা স্থানান্তরের হার হলো-
i. ব্যান্ডউইডথ
ii. ব্যান্ডস্পিড
iii. ব্যান্ডমিটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২১. (১০)১৬ এর পূর্বের মানটি কত?