সরকারি তোলারাম কলেজ,নারায়ণগঞ্জ,এইস এস সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এইস এস সি ২০১৭ প্রশ্নপত্র অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. 'Media' নামক বইটি প্রকাশিত হয়?
বুলিয়ান যোগে A+A = কত?
৩. কিসের মাধ্যমে রেডিও ও টেলিভিশন সম্প্রচার ব্যবহারে অভিনব পরিবর্তন ঘটেছে?
৪. কমিউনিকেশন গতি কয় ভাগে বিভক্ত?

৫.HTML ফাইল তৈরি হয়- i. ট্যাগ ii. এলিমেন্ট iii. অ্যাট্রিবিউট নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬. কোন গেইটের সকল ইনপুট ১ হলেই আউটপুট কেবলমাত্র ১ হয়?

(11011110.1)2 এর হেক্সাডেসিমেল রূপান্তর হলো-

৮. ডেটা বিভিন্ন ভাষার কী?
৯. নিচের যুক্তি বর্তনীটির আউটপুট কোন লজিক নির্দেশ করে?
কত bps পর্যন্ত ন্যারোব্যান্ড হয়ে থাকে?
১১. কোন ব্যান্ডটির অধিক ব্যবহার টেলিফোনের ক্ষেত্রে লক্ষ করা যায়?

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :

ঢাকার বাণিজ্যিক এলাকায় তাহের সাহেবের অফিস। ব্যবসায়িক কাজের জন্য দেশ-বিদেশের বিভিন্ন কোম্পানি ও গ্রাহকদের সাথে তাকে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হয়। কাজের সুবিধার্থে তিনি অফিসের সকল বিভাগকে নেটওয়ার্কভুক্ত করেছেন এবং ইন্টারনেটের মাধ্যমে সহজেই গ্রাহকদের সাথে যোগাযোগ রক্ষা করেন।

১২. তাদের সাহেব অফিসের কম্পিউটারগুলো কোন ধরনের নেটওয়ার্ক যুক্ত করেছেন বলে তুমি মনে কর?

১৩. কম্পিউটারগুলো কিসের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত?
১৪. নিচের কোনটিকে নেটওয়ার্কের আর্কিটেকচার বা সংগঠন হিসেবে অভিহিত করা হয়?

১৫. অবজেক্ট রিলেশনাল মডেলের বৈশিষ্ট্যগুলি হল-

i. স্টান্ডাইজেশন আছে

ii. তথ্যের সম্পর্ক ও আচরণ উভয় থাকে

iii. ব্যবহার উপযোগী এসকিওএল (ঝছখ) আছে।

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১৬. কোনটি (৭৬৫)১০ এর সমতুল্য ইঈউ কোড?

১৭. বাইনারি সংখ্যা ১০১১০০১ এর পূরক মান-
১৮. Wi-Max প্রযুক্তিতে কোনটি করা যায় না?
১৯. ভিওআইপি (VOIP) এর পূর্ণরূপ কোনটি?
২০. নিচের কোনটি Wi-Max এর পূর্ণরূপ?
২১. নতুন প্যারাগ্রাফ ব্যতীত একটি নতুন লাইন লেখার জন্য ব্যবহার করা হয়-
২২. টুইস্টেড পেয়ার ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?
২৩. নিচের কোনটি কম্পাইলার?

২৪. RDBMS ব্যবহৃত হয়- i. শিক্ষাক্ষেত্রে ii. ব্যবসা ক্ষেত্রে iii. তথ্য অনুসন্ধানে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. ডেটাবেজ থেকে নির্দিষ্ট কোনো তথ্য খুঁজে বের করার জন্য কোনটি সুবিধাজনক? i. সর্টিং ii. কুয়েরি iii. রিপোর্ট নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here