ইসলামিয়া সরকারি কলেজ,সিরাজগন্জ,এইস এস সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এইস এস সি ২০১৭ প্রশ্নপত্র অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়?
২. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়?

৩. বিশ্বগ্রাম বলতে বোঝায়-

i. রিয়েল টাইম সেবা বিনিময়

ii. তথ্য ও বিনোদনের সহজলভ্যতা

iii. বিশ্বের গ্রামসমূহের আন্তসম্পর্ক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :

ড: মুনির শিক্ষানবিশদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে

কৃত্তিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারী প্রশিক্ষণ দেন যাতে

কোনোরূপ ঝুঁকি না থাকে। একজন যকৃত ক্যান্সারের রোগী তার

কাছে এলে তিনি তাকে ১২০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা দেন।

৪. প্রশিক্ষণ ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে-

৫. ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে-

i. চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম

ii. অপারেশনের ধকল সহ্য করতে হয় না

iii. আশেপাশে কেষের ক্ষতি হয় না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৬. জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে-

i. জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়

ii. বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়

iii. খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৭. wifi এবং Wimax সধী এর মধ্যে পার্থক্য হচ্ছে-

i. কাভারেজ এরিয়ার

ii. ট্রান্সমিশন মোডে

iii. ট্রান্সমিশন স্পীডে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৮. স্টার পটোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?
৯. BCD কোড কত বিটের?

১০. (৪২)১০ সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো-

i. প্রকৃত মান গঠন

ii. ১ এর পরিপূরক গঠন

iii. ২ এর পরিপূরক গঠন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

নিচের উদ্দিপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :

মি: বিশ্বজিৎ তার অফিসের দশটি কম্পিউটার এনভাবে যুক্ত করে

নেটওয়ার্ক তৈরি করলেন যাকে ১ম ও শেষ কম্পিউটার পরস্পরের

সাথে যুক্ত থাকে। হঠাৎ একদিন কম্পিউটার নষ্ট হওয়ায়

নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কটির কাঠামো

পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন। ১১. উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজিটি কি?

১২. মি: বিশ্বজিতের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সম্ভাব্য সমাধান হলো-

i. কম্পিউটার পরিবর্তন করা

ii. হাব/সুইচ স্থাপন করা

iii. একটি মূল লানি স্থাপন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১৩. কোন সার্কিটের সর্বোচ্চ ইনপুট থেকে চারটি আউটপুর পাওয়া যায়?
১৪. হেডিং ট্যাগ কয়টি?
আউটপুট F এর মান কোনটি?
X চিহ্নিত গেইট পরিবর্তন করে কোন গেইট বসালে আউটপুট ABC হবে?
১৭. HTML এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন এট্রিবিউট প্রয়োজন?

১৮. HTML হচ্ছে-

i. শেখা সহজ

ii. কেস সেনসিটিভ

iii. রক্ষণাবেক্ষণ সহজ নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১৯. মি. সুবীর একজন ছাত্রকে বয়স জিজ্ঞাসা করায় সে বলল,

বাইনারিতে তার বয় ১০০১০। তার এই সংখ্যার সাথে (১০১১) যোগ

তরলে বাইনারিতে যোগফল কত হবে?

২০. টেবিল তৈরিতে কোন ট্যাগ ব্যবহৃত হয়?

i. <h>

ii. <th>

iii. <td>

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২১. শর্তসাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কি বলে?

২২. ডেটা এনক্রিপশন সংশ্লিষ্ট বিষয় হলো-

i. প্লেইনটেক্সট

ii. সাইফার টেক্সট

iii. কী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২৩. প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিযাকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়?

২৪. (৭২)১০ এর BCD কোড কোনটি?

২৫. মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here