ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা , এর নির্বাচনী পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) প্রশ্নপত্র সমাধান-2020

কোনটি ভার্চুয়াল রিয়েলিটি ক্রয়ী অংশ নয়?

ক্লাসে শিক্ষক (1011.11)2 ও (11010.10)2 এর যোগফল নির্ণয় করতে বললেন ।একজন শিক্ষার্থী (11011.11)2 লিখল।সে কত বেশি লিখল।

কোনো টেবিলে row height বাড়ানোর জন্য নিম্নের কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়?
Full Adder কনফিগার করতে কতটি AND,OR ও XOR গেইট প্রয়োজন?

বাংলা ওয়েবসাইট তৈরি করার জন্য প্রয়োজন-

i.ইউনিকোড বাংলা টাইপিংয়ের সফটওয়্যার

ii.ওয়েবপেজ সংরক্ষণ করার সময় লক্ষ রাখতে হবে যেন এনকোডিং Unicode এ নির্বাচন করা

iii.CSS ব্যবহার করা

নিচের কোনটি সঠিক?

নিচের কোন প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে বেশি বাণিজ্যিক বা শিল্প রোবট তৈরি করেছে?

বায়োইনফরমেট্রিক্স এর প্রধান গবেষনার বিষয়গুলো হলো-

i.ইমেজ বিশ্লেষণ

ii.জিন এর সুত্র বিশ্লেষণ

iii.ধারা বিশ্লেষণ

নিচের কোনটি সঠিক?

উদ্দীপকটি পড়ে ৮ নং প্রশ্নের উত্তর দাও:

মালিহা ৩২ মডিউলাসের একটি রিপল আপ কাইন্টার তৈরি করেছে।এরপর এর ইনপুটে ১ দিয়ে ক্লক পালস দেওয়া হলো-

কাইন্টার তৈরিতে সর্বনিম্ন কতগুলো ফ্লিপ -ফ্লপ লাগবে?

একটি 2 Input Or Gate তৈরি করতে কয়টি 2-Input NAND Gate প্রয়োজন?

নিচের উদ্দীপকটি পড়ে ১০ নং প্রশ্নের উত্তর দাও:

for(i=1;i<=5;i++)

{

if(i 467 3)continue;

printf("TEST Exam");

}

উদ্দীপকের প্রোগ্রামটিতে TEST Exam কতবার প্রদর্শিত হবে?

নিচের উদ্দীপকটি পড়ে ১১ নং প্রশ্নের উত্তর দাও:

দৈনিক পত্রিকা পড়ার সময় আমরা হাত দিয়ে পেজ উল্টিয়ে এক পেজ থেকে অন্য পেরজ যাই।ঠিক একই কাজ করা হয় ওয়েবসাইট ব্রাউজিং এর সময়ও।

ওয়েব পেজ ব্রাউজিং এর সময় নতুন উইন্ডোতো কাঙ্খিত পেজটি দেখতে হলে-

i.target="-new"

ii.target="-self"

iii.target="-blank"

নিচের কোনটি সঠিক?

(1011)2 সংখ্যাটির ক্ষেত্রে-

i.সর্ব ডানের bit এর position 2°

ii.সর্ববামের bit MSB

iii.পূর্ববর্তী সংখ্যা 1010

 নিচের কোনটি সঠিক?

সারা বিশ্বের ডোমেইন নেম বা IP Address যে প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন করে তার নাম হচ্ছে-

i.ICANN

ii.INTER NIC

iii.World Wide Web Authority

নিচের কোনটি সঠিক?

রেডিও সিগন্যাল ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহৃত হয়?
Google Apps Engine নিচের কোনটির উদাহরণ?
a=5,b=20 এবং c=4 হলে pow (a,b%c)=?
Foreign Key Field এবং Primary Key field এর Relation কোনটি?

এনটিটি রিলেশনশিপে নিচের চিহ্ন দ্বারা বোঝানো হয়?

নিচের Result table হতে ১৯ নং প্রশ্নের উত্তর দাও:

Roll Name Section GPA
1 A A 5
2 AB C 4
3 CC B 5
4 DD C 4
5 EE A 5

উপরের টেবিলে এই SQL Command টি Run করালে Output কোনটি?

000 থেকে 111 পর্যন্ত কাউন্ট করতে প্রয়োজন-

i.Synchronous down counter

ii.3 টি T FlipFlop

iii.Asynchronous Up Counter

নিচের কোনটি সঠিক?

সরাসরি Hardware এর সাথে সম্পর্কিত প্রোগ্রামিং ভাষার মধ্যে রয়েছে-

i.মেশিন ভাষা

ii.অ্যাসেম্বলি ভাষা

iii.উচ্চস্তরের ভাষা

নিচের কোনটি সঠিক?

লাইব্রেরী ফাংশন-

i.পূর্ব থেকে তৈরিকৃত বিভিন্ন বিষয়বস্তুু

ii.এক ধরনের বিশেষ স্টেটমেন্ট

iii.শুধুমাত্র গাণিতিক কার্যে ব্যবহারযোগ্য নির্দেশ

নিচের কোনটি সঠিক?

বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা হলো-

i.FORTRAN

ii.COBOL

iii.ALGOL

নিচের কোনটি সঠিক?

টেলিভিশনের রিমোট কন্ট্রোল ব্যবহৃত হয়?
ASCII তে জোন বিট কয়টি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here