শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা ,এর নির্বাচনী পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) প্রশ্নপত্র সমাধান-2020

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

ই-কমার্স এর অন্তর্ভূক্ত নয়-
প্রোটোকল ট্রান্সলেশনে সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস?

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:

বাংলাদেশের ধান গবেষণা ইন্সটিটিউট গবেষণা করে উপকূলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন ধানের জাত উদ্ভাবন করেছে যার ফলে উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদন বহুগুনে বেড়ে গেছে।

উদ্দীপকের গবেষণার সহায়তা প্রযুক্তি হলো-

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:

বাংলাদেশের ধান গবেষণা ইন্সটিটিউট গবেষণা করে উপকূলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন ধানের জাত উদ্ভাবন করেছে যার ফলে উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদন বহুগুনে বেড়ে গেছে।

প্রতিষ্ঠানটির সাফল্য দেশে-

i.অর্থনৈতিক উন্নয়ন ঘটবে

ii.জীববৈচিত্র সৃষ্টির পথ সুগম হবে

iii.ধানের দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে

নিচের কোনটি সঠিক?

আচরণগত বৈশিষ্ঠের বায়োমেট্রিক্স হচ্ছে-

i.ফেইস রিকোগনিশন

ii.ভয়েস রিকোগনিশন

iii.কী স্ট্রোক

নিচের কোনটি সঠিক?

কোন সময়ের মোবাইল ফোনে আল্ট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়?

উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:

কলেজের বিজ্ঞান ভবনে বিশটি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হলো।২০১৯ সালে শিক্ষা সচিব মহোদয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত ভবনে অর্ন্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করেন।

উদ্দীপকে বর্ণিত ভবণে ব্যবহৃত নেটওয়ার্কটি কোন ধরনের?

উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:

কলেজের বিজ্ঞান ভবনে বিশটি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হলো।২০১৯ সালে শিক্ষা সচিব মহোদয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত ভবনে অর্ন্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করেন।

উদ্দীপকের নেটওয়ার্ক ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড কোনটি?

নিচের কোন ক্যাবলে ডেটা ট্রান্সফার হার সর্বোচ্চ?

(100000)2 এর পূরক কত?

(9)10 এর BCD কোড কোনটি?

উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:

04 0A 10 ?

চিত্রের হেক্সাডেসিমাল ধারাটিতে (?) চিহ্নিত অংশে নিম্নের কোন অংশটি হবে?

উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:

04 0A 10 ?

উদ্দীপকের তৃতীয় সংখ্যাটির পরের সংখ্যাটি হবে-

NOR এর আউটপুট 0 হবে যখন-

i.সবগুলো ইনপুটে 1

ii.সবগুলো ইনপুটে 0

iii.যে কোনো একটি ইনপুটে 1

নিচের কোনটি সঠিক?

আউটপুট স্টেটমেন্ট হলো-

i.Print f()

ii.gets ()

iii.Puts()

নিচের কোনটি সঠিক?

উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:

for(c=2;c<=10;c=c+2)

{printf("ICT");

if(c==6)

break;

}

ICT লেখাটি কতবার প্রদর্শিত হবে?

উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:

for(c=2;c<=10;c=c+2)

{printf("ICT");

if(c==6)

break;

}

If শর্তটি বাদ দিলে ICT লেখাটি কতবার প্রদর্শিত হবে?

“সি”ভাষায় ইন্টিজার ডাটা টাইপ কত বিটের?
link ট্যাগ কোনটি?

URL এর অংশগুলো হলো-

i.প্রোটোকল নেম

ii.হোস্ট নেম

iii.ডাইরেক্টরী নেম

নিচের কোনটি সঠিক?

টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে?
ডেটাবেজের রেকর্ড বাদ দেওয়ার অপশন কোনটি?
Foreign Key এর সাথে Primary Key এর রিলেশন কিরূপ?

ডেটা এনক্রিপশন সংশ্লিষ্ট বিষয় হলো-

i.প্লেইন টেক্সট

ii.সাইফার টেক্সট

iii.কী

নিচের কোনটি সঠিক?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here